কবিতা:তোমার প্রেমে বাড়ে বাড়ে,
কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️
কোচবিহার,ভারত
তারিখ:15.07.2024
___________________
মুগ্ধতায় চুবে যাই,
তোমার দর্শন যখন পাই।
নিরবতায় তোমায় অনুভবে,
শান্ত মনে চঞ্চলের ঢেউ উঠে।
প্রতিবারই যখন তোমায় দেখি,
নতুন করে আবার প্রেমে পড়ি।
বারবার নিজেকে ঠিক মনে হয়,
তোমার ভালোবাসার সিক্ত মায়ায়।
মনে গান আসে,
আচরণে এটিচুড থাকে।
হাসিমাখা মন দোলায় প্রেমের তরঙ্গ।
প্রতিবার নতুন করে তোমার প্রেমেই পড়ি,
আবেগি মন ভালোবাসার পোয়ালায় তোমার ছবি আঁকি।
আঁকি সেই সব চিত্র আমার মতো করে যা চাই,
নিয়ম নীতির বাহানায় শুধুই তোমাকে আকড়াই।
__________________

ليست هناك تعليقات:
إرسال تعليق