কবিতা: প্রকান্ড,
কবি: প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার, ভারত
তারিখ:29.07.2024
____________________
যুদ্ধ জয়ের অঙ্গীকারে,
জেদে জেদান্বিত
একের পর এক পদক্ষেপে।
সে কি প্রকান্ড জেদ!
আমিও নাছোড়বান্দা,
পাড়তে যে আমাকে হবেই।
সে কি প্রকান্ড ঝড় ঝাপটা!
ঝাপটাকে সাপটাকে মেরে,
সমস্ত জন্জালকে তুড়ি মেরে,
আমার রাস্তায় চলা।
চলতে গিয়ে পড়ন্ত রৌদ্র পেলে,
প্রকান্ড গাছটাই পারে ছায়া দিতে।
____________

ليست هناك تعليقات:
إرسال تعليق