কবিতা: কিছু করে দেখানো,
কবি: প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার,ভারত
তারিখ:30.07.2024
_________________
চড়ুই পাখির কিচির মিচির,
ময়ুরের পেখম মেলা,
চারদিকে ছুটছে সবাই,
এবার আমার পালা।
কাজে প্রমাণ করো উন্নত মম শির,
শির নেহারি চির উন্নত থাকুক কাজে,
বিলাসিতা জমুক শ্রমে।
কেউ কারো মতো নয়,
তুমি তোমার ধাঁচের হও।
কিছু আছে তোমার মধ্যে,
তা দিয়ে কিছু করে দেখাও,
উন্নত কর্মে নিজেকে প্রমাণ দাও!
________________
ليست هناك تعليقات:
إرسال تعليق