الأحد، 28 يوليو 2024

কবিতা: বিদ্রোহের জয়, কবি: প্রিয়াংকা নিয়োগী, কোচবিহার,ভারত

 কবিতা: বিদ্রোহের জয়,

কবি: প্রিয়াংকা নিয়োগী,  

কোচবিহার,ভারত

তারিখ:28.07.2024

____________________

বিদ্রোহ বলে আসে না।

হয়ে যায়,

খুঁজে নিতে হয়,

নিজের প্রাপ্যের জন্য,

অধিকার আদায়ের জন্য,

রক্ত ঝড়াতে হয়।


স্বপ্ন সত্যি হয় শহীদের,

শহীদমিনারে লেখা থাকে রক্ত করবীর গল্প।


         বিদ্রোহ করো ততধিক,

  যতক্ষণ বিজয় হয় উপস্থিত।


       সততার সাথে পাড়া দায়,

বিদ্রোহের ফল বিজয়ের পতাকা ওড়ায়।


      


                         ‌ _________________



ليست هناك تعليقات:

إرسال تعليق