السبت، 18 يناير 2025

কবিতা:আত্মতৃপ্তি, কবি: প্রিয়াংকা নিয়োগী

 কবিতা:আত্মতৃপ্তি,

কবি: প্রিয়াংকা নিয়োগী,♥️ 

কোচবিহার,ভারত

তারিখ:15.01.2025

____________________

আত্ম তৃপ্তি সবকিছুকে নিয়ে যায় এগিয়ে,

ভুবন ভুলানো মোহনায় মোহয়িত করে জীবন গাঁথতে।

নতুন তারে বাঁধে ছন্দ, বাঁধে নতুন আনন্দ,

কি দারুন ব্যাখ্যায় জীবনের উঠন্ত!

নৈমিত্তিক সাধানায় অধুনা অনুরাগী বোঝে কি সে উপায়!

নিদারুণ উপমা চোখে রেখে দুই পা চলে দশ কোটি পা করতে,

তবুও জেদ বশত নির্মিত রচনায় জীবন গাঁথা নিজস্ব রচনার পথে।


         আত্ম তৃপ্তিতেই মানসিক তৃপ্তি,মানসিক তৃপ্তি তেই সুখ প্রখর।

নিজ মঙ্গল সাধনে যেমন,তেমন অপরের খুশিতে খুশি হলে, 

হাসবে অন্তর প্রকৃতির প্রকৃত থাকবে,থাকবে মনে সুখের নগর।

 সেই কাজে  নিজেকে বেঁধে,যেখানে থাকবে আত্মার বিস্তৃতি,

আত্মাকে বিকশিত ও প্রকাশিত করা সহজ উপলব্ধি।

ছাড়ো তা,যা আত্মাকে দেয় খোঁচা,যন্ত্রণা।

আত্মার শান্তিই বড়ো শান্তি,জোগান জীবন যাত্রার অক্সিজেন মাত্রা,

আত্মতৃপ্তি বড়ো সম্পদ জীবন সুন্দর গড়তে,

 ভালো লাগল যা,বেছে নিলে থাকে হৃদয়ের সৌহার্দ্যতা।


         সুস্থ স্বাভাবিক মন হয় আত্মতৃপ্তিতে,

বাঁচার নেশা জাগে প্রাণভরে।

স্বপ্ন তৈরী হয় নিজস্ব ধারাতে,

দক্ষিণা বাতাসে মন উড়ু উড়ু ভাসে,

প্রকৃতিকে বড়ো আপন লাগে,সমস্ত সুখ সেখানেই জাগে।

বাঁচার প্রবল তাগিদ ইচ্ছে হয়,

প্রাণবন্ত প্রাণ চলে উচ্ছসিত ভাবধারায়।

সুখ শান্তিতেই নিজেকে বড়ো মনে হয়,

কাজের আগ্রহ এগিয়ে যাওয়ার আগ্রহে জীবন আত্মতৃপ্তি ও আনন্দে ঘুরপাক খায়।


                               ________________



ليست هناك تعليقات:

إرسال تعليق