الخميس، 16 يناير 2025

কবিতা:ভালোবাসতে‌ হবে, কবি: প্রিয়াংকা নিয়োগী

 কবিতা:ভালোবাসতে‌ হবে,

কবি: প্রিয়াংকা নিয়োগী,♥️

কোচবিহার,ভারত

তারিখ:15.1.2025

__________________

মানুষের প্রতি স্নেহ মায়া মমতা ভরা মনে অনুভূতির প্রকাশ করে মনের আনন্দে,

পশুর প্রতিও মায়া ও যত্ন রেখে,পাখিদের ভালোবেসে তাদের গান শুনতে হবে।

মাটি খাঁটি,আছে ধৈর্য্য সয়ে নেওয়ার অনুভূতি,

সেও চায় ভালোবাসা ও যত্ন,মৃত্তিকা দূষণ রোধে করে,

তাকে বোলো মাটি তোমায় ভালোবাসি।

নদীর প্রাণ আছে আপন গতিবেগ আছে,সেও তার ইচ্ছের মালিক,

সে অনেক কিছু দেয়,নদী দূষণ আটকে,

পূজা ও আদর জানিও নদীকে।

সমুদ্র ব্যস্ত,তার ঢেউ ও গর্জন মানুষকে করে আকৃষ্ট,

তাকেও ভালোবেসো।

প্রকৃতিকে পাওয়ার রসদ পাহাড়,

তাকে বুঝিও তার প্রতিও আছে ভালোবাসা ও কদর।

                            ________________



ليست هناك تعليقات:

إرسال تعليق