কবিতা: ভরা মনে,
কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️
কোচবিহার,ভারত
তারিখ:09.01.2024
_____________________
ভরা মনে প্রফুল্ল হৃদয়ে যা করতে মন চায়,
করে যাই নিদারুণ ব্যাখ্যায়,খালি মন হতে দিতে নেই,
বিষাদের গন্ধ ছড়ায়,কষ্ট মনে কেষ্ট রচনা দায়।
ব্যাকুল ইচ্ছে বিকশিত করতে আগে মনের জোগান,
সুস্থ মনে স্বাভাবিক প্রকাশে সঠিক বর্ষীয়ান।
ভরা মানসিকতায় ভাবতে যা পারবে,
অনিন্দ্য আলোকে আলোকিত অনুভবে,
অন্ধকার পালায়।
সব ঠিক থাকলে মন থাকবে ভরা,সেখানেই শান্তির উৎস ধারা।
ভরা মনে ভরা কথা থাকে, ভরা বাতাসে উত্তরা বাতাস গান ধরে।
ليست هناك تعليقات:
إرسال تعليق