الجمعة، 12 يوليو 2024

কবিতা: মতিঝিলের মাঝি,কবি: প্রিয়াংকা নিয়োগী,


 


কবিতা: মতিঝিলের মাঝি,
কবি: প্রিয়াংকা নিয়োগী, 
♥️

কোচবিহার,ভারত
তারিখ:12.07.2024
______________________
মাঝির আছে নৌকা,
নৌকার আছে মাঝি!
দুইয়ে মিলেই স্বপ্ন অনেক অর্থকরীর।
যমুনার জলে জল বাড়ে,
আশা বাড়ে মাঝির!
একটু বেশি লোক এলেই
ভাড়ার দামটা বাড়বে মন মতো করে।

স্বপ্ন দেখতে ভয় পায় ঐ নৌকার মাঝি,
হাজার স্বপ্ন মুছে যাওয়ার গল্পে ভরা তার ঝুলি,
নতুন স্বপ্ন আর খুঁজে পায় না সে।

মাঝি গেল মাছ ধরতে কক্স বাজারের সমুদ্রে,
জোয়ারে তার জাল নিয়ে গেলো,
একটুর জন্য প্রাণ বেঁচে গেলো।

এইভাবেই দিন যায়,
পার করে রাত,
স্বপ্ন এসেও বিদায় নেয়,
বাস্তব তার জল-নৌকা-সমুদ্রের মাছ।

ليست هناك تعليقات:

إرسال تعليق