কবিতা:লেখা,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
তারিখ:21.01.2025
___________________
লেখার সাথে প্রেম,লেখার প্রতি ভালোবাসা,
লেখার প্রতি টান,লেখার প্রতি উত্তেজনা।
লেখায় অভিষেক,লেখায় প্রতিবিম্ব।
লেখায় অভিষিক্ত,লেখায় সর্বস্ব।
লেখার দ্বারা স্বাধীনতা,লেখার দ্বারা প্রতিবাদ।
লেখায় স্বপ্ন,লেখার প্রতি অনুরাগ।
লেখার প্রতি অনুভূতি,লেখাতেই জীবনের শেষদিন খানি।
লেখায় উন্নতি,লেখায় শ্বাসতী।
______________

ليست هناك تعليقات:
إرسال تعليق