وকবিতা:প্রাণে সুখের বাতাস,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
ভারত
তারিখ:03.02.2025
_________________
তোমার পিঠে পিঠ রেখে ঘাড়ে মাথা দিয়ে দেখব খোলা আকাশ,
বয়ে চলে আমার প্রাণে সুখের মধুর বাতাস।
ফুরফুর করে চলছে হাওয়া,প্রেমের মাদলে তোমার মুখ আঁকা।
সুখের নৌকায় ভালোবাসার রামধনু,
চারিদিকে মধুর মরসুম,প্রেমের রঙিন চাদরে নতজানু।
স্বপ্নমাখা দিনগুলো বাস্তবে ফলবে বলে,
আজও অপেক্ষায় বিরাজমান।
প্রতিদিন লিখি তোমায় নিয়ে কল্পনায় মত্ত থাকা রূপকথা,
বাস্তবে সুর পাবে গল্পে মাখা প্রাণ কথা।
ভালো লাগে প্রতিটি মুহূর্ত তুমি তোমার মতো যখন থাকো,
উপভোগ করতে ইচ্ছে করে কাছে থেকে তোমার একান্ত আপন লগ্ন।
মিস্টি দোলা প্রাণে লাগে, তোমার হাসির ঝিলিক হৃদয়ে ভাসে।
_______________

ليست هناك تعليقات:
إرسال تعليق