কবিতা:সুরুচি,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
ভারত
তারিখ:03.02.2025
________________
সুরুচি সম্পন্ন স্বাদে,পছন্দ মার্জিনে।
কাজেও রুচিশীল,পরিচ্ছন্নতায় মগ্নশীল।
সজাগ নির্বাচনে,প্রবাদ যুক্তিতে,
ভুল ত্রুটি দেখে,বাছ বিচার করে।
সুরুচি সুজীবন গড়ায়,সুপথে পথ ঠিক রয়।
___________
ليست هناك تعليقات:
إرسال تعليق