الاثنين، 10 فبراير 2025

কবিতা: প্রকৃতির কোলে, কবি: প্রিয়াংকা নিয়োগী

 কবিতা: প্রকৃতির কোলে,

কবি: প্রিয়াংকা নিয়োগী, ❤️ 

ভারত

তারিখ:

09.02.2025

____________________

প্রকৃতির কোলে মাথা রেখে,

আরামদায়ক মনোভাবে আকাশের গভীরতায় যাই মিশে।

মেঘ মল্লারে  চুমু মেখে,ভেসে বেড়াই আলোর দেশে।

উড়ন্ত মনে বিরামহীন অবকাশে,

অফুরন্ত চেহাড়াতে এগিয়ে যাই সসম্মানে।

নিয়তি নগড়ে নিজেই নিয়তি হয়ে,

 একে যাই বাস্তব মানসপটে।


                          __________________



ليست هناك تعليقات:

إرسال تعليق