কবিতা: নতুন আলোর সন্ধানে,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
তারিখ:01.01.2025
_____________________
সময় দেখে,
খারাপ সময় কাটিয়ে উঠতে নতুন সাথে চলে।
তপস্যার বাঁধ সাধে চেষ্টা অব্যাহত থাকে,
"বারবার ধাক্কা খেয়ে সস্তির সময় খোঁজে"।
আকাশের কালো মেঘ কেটে গিয়ে,
রৌদ্রের কিরণ দেখা দিলে,
মন ওঠে ঝলমলিয়ে।
রৌদ্রের কিরণ মলম করে
মনকে আলোকিত করে পাড়ি দেওয়া,
যাবে নতুন আলোর সন্ধানে।
ليست هناك تعليقات:
إرسال تعليق