কবিতা: আগুনের রাজত্ব,
কবিতা: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
তারিখ:11.1.2025
___________________
আগুনের রাজত্ব গ্রাস করছে লস এঞ্জেলস সমগ্র।
চারিদিকে আগুন আর আগুন,দাউ দাউ করে হলিউডে আজ দাবানলের ফাগুন।
আগুনের সমুদ্রে ছাই পৃষ্ঠপোষকতা সবকিছু,
থামাবে কিভাবে!পারবে তাদের সাথে কারা,ক্ষত বিক্ষত লস এঞ্জেলসের বুক,
সবকিছু কেড়ে নিলো আগুনে,এই ক্ষতি পূরণ হবে কিভাবে!
এবার শুধু আগুন নেভানোর পালা।
ليست هناك تعليقات:
إرسال تعليق