কবিতা:কাঁদবো না,
কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️
কোচবিহার,ভারত
তারিখ:16.11.2024
_____________________
কাঁদাবো না,
হাসবো।
সুখের উল্লাসে ভাসব।
যাই হয়ে যাক দুঃখের কাছে নত
হবো না,
খুঁজে বের করব সুখ বয়ে আনার ঠিকানা।
দুঃখ কষ্টকে দেবোনা ঠাঁই,
হেসে ফু দিয়ে উড়াই।
রাগ অভিমান শত আসুক,
লড়াই করে উড়োবো ফানুস,
হাসি মুখে যুদ্ধ করে,
কষ্টকে সড়িয়ে দিয়ে,
রাখব হাসি চির বিরাজমান।
আমি কাঁদবো না,
কান্নার সাথে আপস করবনা,
করবনা বন্ধুত্ব।
দুঃখের সাথে রাখবনা সম্পর্ক,
থাকবেনা কষ্ট,
হৃদয়ে থাকবে হাসির অরণ্য।
প্রেমেও যদি কষ্ট পাই কাঁদব না আমি,
এমন কিছু করব আমি,
আমার জন্য কাঁদবে তখন তুমি।
কাঁদব না তাদের জন্য,
যারা কাঁদাতে চায়।
সুখের রাজ্য গড়ে তুলে,
শত্রুর মুখে ছাই।
____________________
ليست هناك تعليقات:
إرسال تعليق