কবিতা: রাস্তার মোড়ে,
কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️
কোচবিহার,ভারত
তারিখ:21.11.2024
_____________________
রাস্তার মোড়ে,
কুয়াশার চাদড়ে,
রোদ উঁকি মারে।
খোলা জানালা,
শীতকে আহ্বান করে,
প্রকৃতির অবস্থার হাল ধরা পড়ে।
নতুন পথিক পথ খোঁজে,
উদারতার বায়ু যায় বয়ে।
পান্থপথ পথিকের অপেক্ষায়,
কে খোঁজ রাখে কে কোনদিকে যায়।
ليست هناك تعليقات:
إرسال تعليق