الاثنين، 18 نوفمبر 2024

কবিতা: সেই মানুষ থেকে দূরে, কবি: প্রিয়াংকা নিয়োগী,

 কবিতা: সেই মানুষ থেকে দূরে,

কবি: প্রিয়াংকা নিয়োগী,

কোচবিহার,ভারত

তারিখ:16.11.2024

___________________

সেই মানুষ থেকে দূরে থাকো,

তোমার সাথে কথা বলতে এসে,

যিনি নিজেকে দেখায় বিশাল বড়ো।


সেই মানুষ থেকে থাকো দূরে,

ভার বাত্তিক নেই যার জুড়ে,

ছ্যাবলামি করে যেখানে সেখানে।


শুধুই স্বার্থের জন্য আসে যেই জন,

বুঝতে দাও তাকে,

আছে তোমার বোঝার নখদর্পণে।


দূরে থাকো সেই মানুষ থেকে,

মেশার ছলে যিনি দুঃখ দিতে আসে।


দেখে অপমানের নজরে ,

তার থেকেও দূরত্ব বজায় রেখে চলো।


তার থেকেও দূরে থাকো,

যিনি ছলনা করে প্রতিনিয়ত,

কালবৈশাখীর ঝড় এনে দিলো যত।


 নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে না,

তোমার সম্মানকে কিভাবে নিয়ন্ত্রণ করবে!

একটু সাবধানের মার নেই বটে।

সময় নষ্ট করার জন্য আসবে অনেকেই,

বুঝে গেলে পাত্তা না দেওয়াই বড়ো সাবধানের।


                       _______________



ليست هناك تعليقات:

إرسال تعليق