পদ্য:শীতকালীন শুভ্রতা,
পদ্যাকার: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
তারিখ:05.12.2024
_______________________
পাতাগুলো দোল খায় হাল্কা হাওয়ায়,
শীতার্ত মর্ম মন ফুরফুরা করে,
গাঁদা ফুলের হলুদ রঙে প্রাণে হলুদ লাগে।
শীতকালীন শুভ্রতা প্রাণ পায় পূর্ণতা,
শুভ্র হয় মন,
প্রাণ তরতাজা হয়,
চারদিক ঝিকিমিকি ঝাঁক,
কমলার কোমলতার পরাগ,
প্রকৃতির আহ্বানে সাড়া দেওয়া যাক।
পাহাড়ের কোলে আলোড়ন,
যাকজমক আত্মবন্ধন।
কুয়াশার মহাসাগরে অচিন সুখ মেলে,
শীতাদ্রতা তৃপ্তি দেয় প্রাণের ঢেলে।
_________________
ليست هناك تعليقات:
إرسال تعليق