কবিতা:একদিন আমায় আপন করবে,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
তারিখ: 29.12.2024
__________________
মেঘের আড়ালে থাকা বিদ্যুৎকে খুঁজে না,
নদীর নীচের মাটির কথা কেউ ভাবেনা,
দূরে থাকা মানুষটির ভালোবাসাও কেউ খোঁজে না,
পাখির কিচিরমিচির ডাক কয়জনই মনে গাঁথে,
সেরার সেরাকে মনে ধরে।
আজ না হয় খুঁজলে না আমায়,
গান না হয় নাই শোনালে,
তবুও নীরবে নিভৃতে,
প্রার্থনা তোমায় ঘিরে,
আনন্দ উদযাপন তোমায় নিয়ে।
আজ অচেনা এক পাখি,
কাল হতেও পারি তোমার সেরা কবি,
ঝমঝমিয়ে বৃষ্টির ঝংকারে,
মন বলে-
একদিন আমায় ঠিক খুঁজে নেবে,
একদিন আমায় ঠিক আপন করবে।
________________
ليست هناك تعليقات:
إرسال تعليق