الجمعة، 2 يوليو 2021

কবিতা:ভালো রেখো,,,,কলমে:প্রিয়াংকা নিয়োগী,

 



কবিতা:ভালো রেখো,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
❤
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:02.07.2021
_________________
যুদ্ধ,হিংসা,বিশৃঙ্খলতা,দুঃখ,দুর্দশা দূর করে,
সুখের আলোতে দাও ভরিয়ে।
পৃথিবীর প্রতিটি মানুষ সুখী,খুশি ও আনন্দে থাকলে,
এটাই আমার বড়ো পাওনা হবে,
আরতো কিছুই চাইনা নিজের জন্যে।
প্রতিটি মানুষের সু-ইচ্ছে পূরণ করে দাও,
কেউ যাতে না খেয়ে থাকে,
তার জন্য প্রতিটি ঘরে,
সমান পরিমাণে অন্ন দাও।
প্রতিটি সন্তান যেন সুসন্তান হয়,
প্রতিটি সম্পর্কই যেন ভালো সম্পর্ক রয়।
ঈশ্বর ভালো রেখো সবাইকে,
তোমার কাছে এই প্রার্থনা রইল,
আমার জন্মদিনে।
_________________

ليست هناك تعليقات:

إرسال تعليق