কবিতা:প্রতিযোগিতা,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:30.07.2021
__________________
প্রতিযোগিতা হোক অসহায়,গরীব, দুঃখীদের পাশে থাকার,
সুন্দর কথা বলা,ব্যবহার,আচার-আচরণের।
প্রতিযোগিতা হোক শিক্ষা,সুশিক্ষা,মানব কল্যাণ ও সমাজ সেবার।
প্রতিযোগিতা হোক হিংসামুক্ত মনের,সহযোগিতার ও সুপরামর্শ দেওয়ার।
প্রতিযোগিতা হোক কর্মের সাথে সুকর্মের।
প্রতিযোগিতা থাকুক ভদ্র,নম্র,মার্জিত থাকার,
শ্রদ্ধা,ভক্তি ও সম্মানের প্রতিযোগিতার।
প্রতিযোগিতা হতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানোর।
প্রতিযোগিতা হোক মানসিক উন্নয়নের,ভালো থাকার ও ভালো রাখার।
_________
ليست هناك تعليقات:
إرسال تعليق