الأربعاء، 28 يوليو 2021

কবিতা:দ্রব্যমূল্য বৃদ্ধি, কলমে:প্রিয়াংকা নিয়োগী,

 কবিতা:দ্রব্যমূল্য বৃদ্ধি,

কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত
তারিখ:27.07.2021
__________________
হায়রে হায়,
এ কি শুরু হোলো!
একদিকে মানুষ রুজি রোজগারহীন,
হচ্ছে দিনের পর দিন,
অপর দিকে বাড়ছে দাম সবকিছুর।
কিভাবে পারছে এই মূল্য বৃদ্ধি করতে?
একবারকি ভাবছে না,
ওই গরীবগুলোর মুখে সেভাবে কিছু জুটছে না।
দাম বাড়ছে ঔষধেরও,
তাহলে অসহায়-গরীবদের অবস্থাটা এবার ভাবো!
বেড়েই চলেছে গাড়ির ভাড়া,
একদিনের গাড়ির ভাড়াতেই চলে যায় একজনের এক দিনের খাওয়ার টাকা।
বেড়েছে গ্যাসের দাম,
কিসে হবে এর সমাধান?
তাহলে কি সেই উননের,
আবার স্বাগতম!
কেউ বোঝেনা কারো সমস্যা,
ভোট এলেই যত নক্সা।
দায়িত্ব পাওয়ার পর এবার পালা,
গরীবদের আর্তনাদে দেয়না কেউ সাড়া।
তাইতো দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধির পালা।
দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে,
নামতে হবে প্রতিবাদে,
তবেই যদি দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকানো যেতে পারে।
_____
Peut être une image de Priyanka Neogi et bijoux

ليست هناك تعليقات:

إرسال تعليق