الثلاثاء، 27 يوليو 2021

দৈনিক প্রতিযোগিতা, কবিতা:দায়িত্ব, কলমে:প্রিয়াংকা নিয়োগী,

 দৈনিক প্রতিযোগিতা,

কবিতা:দায়িত্ব,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:25.07.2021
পোস্টের তারিখ:26.07.2019
__________________
দায়িত্ব ও কর্তব্যে ঘেরা আমাদের জীবন।
তবে-
প্রথম দায়িত্ব নিজের প্রতি,
নিজেকে ভালো,সচেতন ও আনন্দে রাখতে হবে।নিজের পড়াশোনা,সাংস্কৃতিক বিষয়,আচরণ,কর্ম সবেতেই যত্নশীল হতে হবে।
যে নিজেকে ভালো রাখতে জানে,
সে ই অন্যকে ভালো রাখতে পারে।
দ্বিতীয় দায়িত্ব পরিবারের প্রতি,
পরিবারকে ভালো ও সুন্দর রাখার কর্তব্যে
নিমজ্জিত করতে হবে নিজেকে।
পরিবারের প্রতিটি মানুষ যাতে ভালো ও শান্ত থাকে,
সেদিকে খেয়াল রাখতে হবে।
তৃতীয় দায়িত্ব সমাজের প্রতি,
সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
সমাজে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে।
পড়াশোনা,সুশিক্ষা,কর্ম ও সাংস্কৃতিক উন্নয়নের রাস্তা দেখাতে হবে।
সর্বোপরি সুপরামর্শ দিতে হবে সাথে থাকা মানুষগুলোকে।
চতুর্থ দায়িত্ব দেশের প্রতি,
এমন কাজ করতে হবে যাতে দেশের মান-উন্নয়ন বিশ্বের তরে।
পঞ্চম দায়িত্ব বিশ্বের প্রতি।
এই বিশ্ব সংসারে বিভিন্ন জাতি-ধর্মের বসবাস।
তবে মানবিকভাবে বিশ্বের প্রতিটি মানুষ জাতে ভালো থাকে সেই দায়িত্ব নিতে হবে।
____________
Peut être un gros plan de Priyanka Neogi et bijoux


ليست هناك تعليقات:

إرسال تعليق