দৈনিক প্রতিযোগিতা
কবিতা:দাঁত,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত
তারিখ:28.07.2021
_______________
খাবার চাবাতে,
হাসি সুন্দর করতে,
একমাত্র দাঁত।
তবে একেকজনের দাঁত একেকরকম,
কারো ছোটো আর কারো বড়ো,
কারো সমান,কারো এবরো খেবরো।
তবে দাঁত অমূল্য রত্ন।
তাই সকালে ও শোয়ার আগে ব্রাশ করে,
মাউথ ওয়াশ দিয়ে কুলিকুলি করতে হবে।
তবেই দাঁত সারাজীবন বাঁচবে।
কিন্তু অনেকেই এই দাঁতের যত্ন ঠিকভাবে করেনা,
দাঁতের সমস্যা নিয়ে করে হেলাফেলা।
দাঁতের ব্যথা হলে,
ঘরোয়া উপায়ে সারানোর চেষ্টা করে।
এভাবেই সমস্যা বেড়ে গেলে,
ডাক্তারের কাছে ছোটে সর্বশেষে।
যখন দাঁতের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়,
এমন পর্যায়ে দাঁত তুলে ফেলতে হয়,
নাহলে সিল,কস্মেটিক্স,কম্পোসিট,ক্যাপ করতে হয়,
যার জন্য হাজার হাজার টাকা যায়।
দাঁত তুললে যেমন অনেক কষ্ট করতে হয়,
তেমনি চোখের সমস্যাও হয়।
তাই দাঁতের সমস্যার সূচনা লগ্নে,
ঘরোয়া পদ্ধতির কথা না ভেবে,
ডাক্তারের কাছে আগে ছুটতে হবে,
তবেই দাত বাঁচানো যাবে।
______
ليست هناك تعليقات:
إرسال تعليق