কবিতা: মধুর মিলন,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
তারিখ:06.12.2024
_____________________
সময়ের তালে সময়ের অপেক্ষায়
বোঝ মানেনা বারবার,
চিত্ত যেথা ভয়শূন্য ভালোবাসায় পরিপূর্ণ,
সেখান থেকে পড়ানো কি যায়!
ঠাঁয় একই জায়গায় প্রিয় মানুষটির অপেক্ষায়।
রং মিলান্তির দেশে রাঙাই শুধু তোমাকে
এ কি মোহ শুধু তোমাতেই।
মায়াভরা মুখটি আমার করব বলে ছুটে যাই,
নিয়তির ঘেরে নিয়তিকে হার মানাই।
মধুর মিলন হবে বলে আমাদের,
এক মধুর ক্ষণে।
_________________
ليست هناك تعليقات:
إرسال تعليق