কবিতা:আজ বিজয়ের দিন,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
তারিখ:16.12.2024
___________________
আজ বিজয়ের দিন,
অনুভূতিতে বাড়ে বাড়ে বিরাজমান,
মুক্তি যোদ্ধাদের অবদান অম্লান।
একাত্তরের স্বাধীনতা
সংগ্রামীদের জীবন ও রক্তের শিরোনাম।
ক্ষিধে ছিলো দেশ মাকে রক্ষা করা,
জীবন বাজি রেখে মুক্তির স্বাদ পাওয়া।
সংগ্রামীদের লড়াই ভাবনাকে উব্দুদ্ধ করে,
দেশের প্রতি স্বাধীনতা জিইয়ে রাখায়,
সংগ্রামী করে তোলে।
রাঙা প্রপাতে যুদ্ধ রাঙিয়ে মুক্তির উলুধ্বনি,
জেদের লড়াই আত্মসম্মানের লড়াই
আত্ম অহংকারের লড়াই অধিকারের লড়াই আত্মত্যাগের লড়াইয়ে,
লক্ষ মায়ের বুক খালি।
আজ উপভোগে বিজয়ের গ্লানি।
ও একাত্তর
তোমার সমকক্ষ কেউ নয় গো।
ক্ষুধা খেয়ে পেট ভরে,
অন্ধকারকে আলো করে,
তুমি আজকের বিজয়ের দিন।
তুমি একাত্তর তুমি শিহরণ,
তুমি মানব হৃদয়ে অহংকারের জাগরণ,
তুমি জাতির মেলবন্ধন,
তুমি বাংলাদেশের সারমেয়।
তুমি মুক্তির স্বাদ জয়ের উল্লাস,
স্মৃতি সৌধের ইতিহাস।
তুমি সোনালী দিগন্তের সূর্য মাখা,
তুমি সোনার বাংলা।
__________________
ليست هناك تعليقات:
إرسال تعليق