কবিতা:নারীর পৃথিবী,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
____________________
তেজস্ক্রিয় মন মাধুরীর প্রজন্ম,
জীবন চলে সংগ্রামে।
জগৎ সংসার গোছানো তোমার আবরণে,
আবেশে মায়া মুগ্ধতার দারুন,
খোঁজে-সবার খেয়াল ও যত্নের সন্ধানে।
তুমিও মানুষ তবো ভাবো একবার,
ইচ্ছের দাবী রাখো বারবার।
এই পৃথিবী তোমার স্বাধীনতা তোমার,
পরাধীনতা মোছার দায় তোমার।
নারী হয়ে নারীর পাশে থেকে,
নারী অত্যাচার বন্ধ করো "নারী ঐক্য" গড়ে।
ليست هناك تعليقات:
إرسال تعليق