পদ্য:বুঝতে হবে,
পদ্যাকার:প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
তারিখ:02.12.2024
____________________
এদিক ওদিক সেদিক পানে,
নানা কল্পনা জল্পনা বাস্তব ও যাত্রার ছবি ভাসে,
ঠকবাজ প্রতারক নাটক বাজ স্বার্থ বাজ ও চাটুকারিতার উপমহাদেশে,
সততার যুদ্ধ চলে।
নতুন যুগের ভাবনাতে মানুষ,
কখন যেনো ফানুস।
মোর ঘুড়িয়ে নিতে সেকেন্ডের ব্যাপার,
কোন দিকে কে যায় সময়ের তৎপর।
বুঝতে হবে মানুষের খেলা,
কে কি চায় ধরতে পারলেই,
থাকবে বেঁচে যাওয়ার পালা।
নিজেকে বুঝতে হবে নিজের জন্য,
চাও কি তুমি তোমার জন্য,
কোনটা তোমার ভালো লাগে,
খারাপ লাগলে অসস্তি ধরে।
শুভাকাঙ্ক্ষীর সাথে শত্রুকে চিহ্নিত করে,
বাঁধা বিপত্তি পাশ কাটিয়ে,
সজাগ থেকে এগিয়ে গেলে,
স্নিগ্ধ পথ থাকবে শেষে।
________________
ليست هناك تعليقات:
إرسال تعليق