দৈনিক প্রতিযোগিতা,
কবিতা: এইরকমও,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:28.01.2022
পোস্টের তারিখ:29.01.2022
_____________________
এইরকমও হয়,
যেখানে-
তুমি জানো-
তুমি আমাকে ভালোবাসো না,
কিন্তু আমি জানি,
তুমি আমাকে চরম ভালোবাসো।
এক আকাশ মুগ্ধতা আমার মধ্যে খোঁজো।
সেখানে আমি জানি-
আমি তোমাকে ভালোবাসি না,
কিন্তু তুমি জানো -
আমি তোমাকে চরম ভালোবাসি।
যেখানে শক্ত জায়গা,
দুজন-দুজনাকে ভাবি।
____
ليست هناك تعليقات:
إرسال تعليق