الأحد، 18 يوليو 2021

দৈনিক প্রতিযোগিতা কবিতা:বিশ্বস্ত, কলমে:প্রিয়াংকা নিয়োগী,

 দৈনিক প্রতিযোগিতা

কবিতা:বিশ্বস্ত,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,কোচবিহার,
তারিখ:18.07.2021
___________________
বিশ্বাসের কাজটা অতি সহজ,
তেমনি বিশ্বাস নামক জায়গাটা ভীষণ কঠিন,
এরই উপর টিকে থাকে আশার আলো,
বিশ্বাসের উপর ভর করে চলে সব কিছু,
যে করেই হোক এটিকে ঠিক রেখো তবু।
তুমি বিশ্বস্ত হবে কি না এটি তোমার উপর নির্ভর করে।
তবে বিশ্বস্তর কদর সর্বস্তরে,
চলতে থাকে বহুকালের তরে।
যতক্ষণ বিশ্বস্ত থাকা যাবে,
ততক্ষণই টিকে থাকা যাবে।
বিশ্বাস বিষয়টি শক্তপোক্ত খুটির মতো,
বিশ্বস্তের অগ্রাধিকার সবার আগে।
কথায় কেউ কাউকে বিশ্বাস করেনা,
বিশ্বাস করে কাজে,
কথার সাথে কাজের অন্তঃমিল থাকলে তবে,
তবেই বিশ্বস্ত হিসেবে গ্রহণযোগ্য হবে।
সৎ কাজ করা ব্যক্তির প্রতি,
অগাধ বিশ্বাস কাজ করে ,
অসৎ ও কুকাজ করা ব্যক্তির প্রতি অবাধ অবিশ্বাস থাকে,
তাই বিশ্বাস নিয়ে চলতে হবে সবার সাথে।
___
Peut être une image de Priyanka Neogi

ليست هناك تعليقات:

إرسال تعليق