الاثنين، 20 يناير 2025

কবিতা:নিন্দা নয়, কবি: প্রিয়াংকা নিয়োগী,

 কবিতা:নিন্দা নয়,

কবি: প্রিয়াংকা নিয়োগী,

দেশ: কোচবিহার,পুন্ডিবাড়ী,

তারিখ:19.1.2025

______________________

কাউকে নিন্দা করতে নেই।

একেকজন একেকরকম বলে হরেকরকম তবে,

হরেক রকমের রঙের বাহার,তবে কেন উঁচু নীচু ভেদের বাহার!

দুঃখ দেওয়া ঠিক নয়,কষ্ট পায় মনঃক্ষুন্ন হয়।

তোমায় বললে যেমনটি লাগবে,

তেমনটি অন্যের ক্ষেত্রেও রবে ।

আঘাত হানে বুকে,এমন বাক্য দিওনা ঢেলে,

ক্ষতির মুখে পরে এমন কাজ করতে নেই একেবারে।

মজা করতে নেই এমন যা ব্যঙ্গাত্মক সাজে,

অহেতুক অপমান নেই করতে,

যাতে একজনের খোঁচা লাগে,প্রাণে ব্যাথা ধরে।

বিভিন্নতা নিয়েই জগৎ,বিভিন্নতাই দূর করে একঘেয়ামী।

এ ভালো না,সে ভালো না,আমি উঁচু সে নীচু- এবার থামো,

এসব এবার বন্ধ করো।


                            _________________



ليست هناك تعليقات:

إرسال تعليق