দৈনিক প্রতিযোগিতা
কবিতা:মানবতার স্লোগান,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:03.03.2021
____________________
মানবতার বুলির জোয়ারে,
কথায় ভাসে মানবতার সাগর,
কাজের ক্ষেত্রে নেইতো কিছু,
মেপে যেটুকু করা যায়,
সেটুকুই বিশেষ কিছু।
মানবতা শুধু কথায় না হয়ে বুলি,
যদি হোতো কাজে করিয়ে দেখানোর ঝুলি,
তাহলে হয়ত শিশু শ্রমিকের পরিমাণ কম থাকত,
রাস্তাঘাটে বাটি হাতে নেওয়া মানুষের পরিমাণ কম রইত,
আরো কত যে উদাহরণ কমই থাকত।
হায়রে মানবিকতা!
এই মানবিকতার নামে চলে,
নানা রঙের রাজনীতির খেলা।
মানবতার স্লোগানে,
জনজোয়ারের ভীড়ে,
সবকিছুর ছবি ও মানে আসে ভেসে।
তাই কথায় না হয়ে,
যত পারব,
থাকব মানবিক কাজে।
সামর্থ্য যদি থাকে,
একটি জীবনের দায়িত্ব নেওয়ার,
তবে সেটা কাজে দেখাবো করে।
ليست هناك تعليقات:
إرسال تعليق