দৈনিক প্রতিযোগিতা,
কবিতা:কোভিড ভ্যাক্সিন,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:07.08.2021
পোস্টের তারিখ:08.08.2021
___________________
ভ্যাক্সিন নিতে ভয় নয়,
কারণ ভ্যাক্সিন নিতে হয়না কষ্ট।
করোনার থেকে বাঁচতে,
আবিষ্কার হোলো ভ্যাক্সিনের টিকা।
এই টিকা নিলে নাকি নিরাপদ অনেকটা।
করোনা হওয়ার সম্ভাবনা যে থাকে না,
তা না।
তবে ভ্যাক্সিন নেওয়ার পর করোনা হলে,
বেশি ভয় থাকে না।
কোভিসিল্ড,কোভিক্সিয়ান নামে ভ্যাক্সিন দেওয়া হচ্ছে সকলকে,
ভ্যাক্সিন নেওয়ার সময় পেট ভরা থাকা ভালো।
তবে কোভিসিল্ড এ প্রথম ডোসের চুরাশি দিন পর দ্বিতীয় ডোস নিতে হয়।
কোভিক্সিয়ান এ প্রথম ডোজের আটাশ দিন পর দ্বিতীয় টিকা নিতে হয়।
টিকা নিয়ে চারদিন পরিপূর্ণ বিশ্রাম করতে হয়।
অনেকের টিকা নিলে জ্বর,বমি,মাথা ব্যাথা,ঘার ব্যাথা অনেক কিছু হয়,
অনেকের আবার কিছুই হয় না।
জ্বর বা অতিরিক্ত কিছু হলে সাথে সাথেই ভাক্তারের পরামর্শ নিতে হবে।
দ্বিতীয় ভ্যাক্সিন দেওয়ার সময় সতর্ক থাকতে হবে,
প্রথম যে ভ্যাক্সিনটি দেওয়া হয়েছে সেটি যেন থাকে,সে বিষয়ে জেনে নিতে হবে।
ভ্যাক্সিন দেওয়ার সময় যে স্লিপ দেবে,
সেটা যত্নে রাখতে হবে।
যে এস.এম.এস আসবে,
তার প্রিন্ট বের করে রাখতে হবে।
জীবন বাঁচাতে টিকা নিলেও,
পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে,
অপরকেও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে হবে।
_____