দৈনিক প্রতিযোগিতা,
কবিতা:গ্রাস,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:01.02.2022
পোস্টের তারিখ:02.02.2022
__________________
আমরাই কেবল গ্রাস করিনা,
গ্রাস হই গ্রাসের কাছে,
কখনও জেনে,
আবার না বুঝেও।
রাস্তার বর্ণনা,
ঘিরে ধরে ,
ফন্দি থাকে এটে,
সুযোগ বুঝেই ঝাপিয়ে পড়ে,
প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষের অগচোরে।
___
ليست هناك تعليقات:
إرسال تعليق