কবিতা:সংলাপ,
কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️
কোচবিহার,ভারত
তারিখ:21.01.2025
____________________
কথা বার্তার বিনিময়ে চিত্র আঁকে সুরে,
ইনিয়ে বিনিয়ে নতুন কিছু দিয়ে যায় বাতাবরণে।
আশা আকাঙ্খায় আকাশ ছোঁয়া,
নবীন পলকে জোনাকি হাত দিয়ে যায় ছুয়ে।
কথা আদান প্রদানে জায়গা তৈরী হয় একে অপরের হৃদয়ে।
কথায় ভাসিয়ে নেয় সুখের জোয়ারে,কোথায় ফিরাবে কে জানে!
ليست هناك تعليقات:
إرسال تعليق