الخميس، 30 ديسمبر 2021

দৈনিক প্রতিযোগিতা, কবিতা: সবকিছু, কলমে:প্রিয়াংকা নিয়োগী

 দৈনিক প্রতিযোগিতা,

কবিতা: সবকিছু,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:30.12.21
_______________
সবকিছুকে পেছনে ফেলে,
এবার যেতে হবে সামনে এগিয়ে,
দেখবে দিশা "দিশার আলো",
সকল কিছুর উর্ধ্বতনে,
যা কিছু পাওয়া গেছে,
তা কিছুকে আকরে ধরে,
কি পেলামনা তারই খোঁজে,
নতুন আশা প্রাণে বেঁধে,
সব কিছুর বাস্তবায়নে,
নতুনকে স্বাগতম জানিয়ে,
পরিপূর্ণকে পাওয়ার লক্ষ্যে,
রাস্তা খুজেঁ এগোতে তবে,
স্বপ্ন জয়ের কারখানাতে,
পৌছাতে হবে "যে করে"।
সবকিছু পাওয়ার জন্যই ছোটা হয়,
তাতে কিছু জোটে,কিছু বাকি রয়।
শান্তি শৃংখলা জুটলেই,
সেটাই শ্রেষ্ঠ তাই।
____________
Peut être une image de 1 personne et bijoux

ليست هناك تعليقات:

إرسال تعليق