দৈনিক প্রতিযোগিতা,
কবিতা:আজও বদলায়নি সে,
কবি:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:06.02.2023
_____________________
আজও বদলায়নি সে,
রয়ে গেছে তার প্রতি ভালোবাসা,মিষ্টত্ব ও প্রিয়তা।
বহন করে চলছে মনের মধ্যে,
উপায়ই বা কি আছে!
ওটাইত ধরে রাখার একমাত্র পথ,
সঙ্গী হওয়ার উপায়,
কথা বলা যায় সময় করে।
কথা রেখেছে সে;
যে কথা দিয়েছিলো সঙ্গীনীকে।
সাথী ছেড়ে চলে গেছে না ফেরার দেশে,
রেখে গেছে মনে স্মৃতি,
সেই স্মৃতিতেই সঙ্গীকে খোঁজা।
রয়ে গেছে একই,
আগে পার্কে খুঁজত,
দেখা করার জায়গায় আসতে দেরি হলে,
উকি মারত ঐ বুঝি আসছে।
ফুচকা খেত মজা করে,
আজ সেসব হৃদয়ে বিরাজমান।
______

ليست هناك تعليقات:
إرسال تعليق