الجمعة، 3 فبراير 2023

দৈনিক প্রতিযোগিতা, কবিতা: ওরা ঘাস কাটে, কবি:প্রিয়াংকা নিয়োগী,

দৈনিক প্রতিযোগিতা,
কবিতা: ওরা ঘাস কাটে,
কবি:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:03.02.2023
___________________
মাথায় ঘাসের বস্তা নিয়ে যায়,
ঐ হাট বসেছে সেপারে,
ঘাস বিকোবে,
লোকে কিনবে,
গরু,মোষদের খাওয়াবে,
বিক্রেতা টাকা পাবে,
সেটাকায় আনাজ চাল কিনবে,
বাড়ি নিয়ে যাবে,
রান্না হবে,
পেটে অন্ন যাবে,
বাড়ির লোক ঠিক থাকবে,
এভাবেই কি দিন যাবে!
ওরা যে ঘাস কাটে।
Peut être une image de 1 personne, position debout et intérieur

ليست هناك تعليقات:

إرسال تعليق