الاثنين، 2 أغسطس 2021

দৈনিক প্রতিযোগিতা, কবিতা:জালিয়াতি, কলমে:প্রিয়াংকা নিয়োগী,

 দৈনিক প্রতিযোগিতা,

কবিতা:জালিয়াতি,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,কোচবিহার,
তারিখ:31.07.2021
_________________
চোখ কান সবার খোলা,
জালিয়াতিতে পড়বে যখন ধরা,
বুঝবে তখন জীবনের আমাবস্যা।
মানবসেবার খেতাব নিয়ে,
মানব দরদী দেখায় নিজেকে ,
হিসেব দেখাতে হবে,
জনসেবা কতটুকু করলে?
হিসেব দিতে হবে পট্টি পট্টি করে।
জালিরা করছে জালিয়াতি,
তার হিসেব আমরা কোথায় রাখি?
কাজে কতটুকু খাটি,
সেটিও জনগণকে জানাতে হবে পরিপাটি,
তবেইতো বুঝবে সবাই কে খাটি সমাজসেবি।
রাহাজানি,জোচ্চুরি,ঠকিয়ে
কোথায় যাবে?
ভেবে দেখেছো,
পরিবারের উপর এর কি প্রভাব পরবে!
জালিয়াতি করে বেশিদিন চলা যায়না,
পড়বে যেদিন ধরা,
প্রথমত মান-সম্মান যাবে ছেড়া,
দ্বীতিয়ত জনগণ কাউকে ছেড়ে কয়না কথা,
তৃতীয়ত জেলে গিয়ে দেখবে মজা।
নিজেদের সচেতনভাবে চলতে হবে,
যাতে জালিয়াতিদের জালে না যাই পড়ে।
জালিয়াতি হয় ঠুন্কো,
জালিয়াতি মন থাকলে জীবন যাবে জালিয়াতিতে,
যা জীবনকে ধ্বংস করে দেবে।
তাই এটিকে ছাড়ো,
সততা নিয়ে চললে জীবন স্পষ্ট থাকবে।
তাই সততা নিয়ে চলো,
জীবনকে সুন্দরভাবে গড়ো,
জীবনকে সুন্দর রাখো।
__
Peut être un gros plan de Priyanka Neogi et bijoux

ليست هناك تعليقات:

إرسال تعليق