الاثنين، 2 أغسطس 2021

দৈনিক প্রতিযোগিতা কবিতা:বৃদ্ধাশ্রম, কবি:প্রিয়াংকা নিয়োগী,

 দৈনিক প্রতিযোগিতা

কবিতা:বৃদ্ধাশ্রম,
কবি:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:01.08.2021
_________________
বৃদ্ধাশ্রমে থাকে অসহায় বৃদ্ধরা,
তাই নিয়ে সকলের মন থাকে কষ্টে ভরা।
বেশিরভাগ লোকই জানে সন্তানের শয়তানির কারণে,
মা-বাবাকে যেতে হয়েছে বৃদ্ধাশ্রমে।
সত্যিইতো কি করে পারে,
তার উপর অত্যাচার করতে,
যারা ছোটোর থেকে বড়ো করেছে,
তাদের অত্যাচার করে বৃদ্ধাশ্রমে পাঠাতে!
কিন্তু খুব কম লোকই জানে,
মাত্র তেইশ থেকে চব্বিশ শতাংশ বৃদ্ধ-বৃদ্ধা,
বৃদ্ধাশ্রমে যায় সন্তানের অত্যাচারে,
বাদ বাকিরা যায় অন্যান্য কারণ,একাকিত্ব ঘোচানো ও সঙ্গ পেতে।
বৃদ্ধাশ্রমে থাকার জন্য আবেদন করতে হয়,
টাকার বিনিময়ে সদস্যপদ দেওয়া হয়।
মাসিক খরচ,প্রবেশ মূল্য,আপতকালীন খরচ,নিরাপত্তা রক্ষীর খরচ এবং অন্যান্য খরচের জন্য টাকা দিতে হয়।
কেউ একবারে চার থেকে পাঁচ লাখ টাকা দিতে না পারলে,
মাসে মাসে টাকা পরিশোধ করতে হয়।
বেশিরভাগ ক্ষেত্রেই পাঁচ থেকে সাত লাখ টাকা নিরাপত্তার জন্য জমা করতে হয়।
টাকা হিসেবেই থাকার রুম পাওয়া যায়।
বিনামূল্যে বৃদ্ধাশ্রমে আশ্রয় পাওয়াটা ভাগ্যের ব্যাপার হয়।
_______
Peut être une image de Priyanka Neogi

ليست هناك تعليقات:

إرسال تعليق