দৈনিক প্রতিযোগিতা,
কবিতা:কান,
কলমে: প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:21.09.2021
পোস্টের তারিখ:22.09.2021
______________________
কান দিয়ে শোনা হয় ভালো-মন্দ,
সেভাবেই বোঝা হয় সবকিছু,
ভালো কাজে আটকানোর জন্য,
অনেকেই বার্তার মাধ্যমে দিয়ে থাকে এমন কিছু,
তা কানে নিলে,
পিছিয়ে যেতে পারে জীবনের সেরা কাজটুকু।
কে কি বলল সেটা গায়ে মাখার আগে,
সেই বাক্য নিজের জন্য কতটা কাজের,
তা মাপতে হবে আগে।
সমালোচনা শুনে তখনই নিজেকে সংশোধন করা হয়,
যখন সেই সমালোচনায় নিজের ভুল খুজে পাওয়া যায়।
ব্যাঙ্গাত্মক সমালোচনাতে,
মানসিকতা নষ্টের ঝুকি থাকে।
সমালোচনার দ্বারা অনেককে,
মানসিকভাবে আহত করা হয়ে থাকে।
শত্রুরা চেষ্টা করে কুবাক্য কানে দিয়ে,
মানসিকতা গোলমাল করার,
তাতেই যদি লক্ষ্য ভ্রষ্ট ও ভালো কাজে পিছিয়ে দেওয়া যায়।
সবার সব কথা কানে নিলে চলবে না,
জীবন শেষ করে দিতে পারে,
এমন কথাটি ছাড়লে চলবেনা।
ইতিবাচক কথা কানে নিয়ে,
জীবনকে ইতিবাচকভাবে গড়তে হবে।
__________
ليست هناك تعليقات:
إرسال تعليق