الخميس، 5 أغسطس 2021

কবিতা:আছি আনন্দে, কলমে:প্রিয়াংকা নিয়োগী,

কবিতা:আছি আনন্দে,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:04.08.2021
___________________
আছি আনন্দে,
তাল মেলাচ্ছি ছন্দে।
মনকে উড়িয়ে দিলাম মনের আনন্দে।
কল্পলোকের বাগানে,
উপস্থিত হলাম হেলে দুলে বাস্তবে।
আকাশ স্বচ্ছ নীলে,
ধরা দেয় যে তার মতো করে।
আছি আনন্দে,
পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে,
চলি তারমতো করে।
স্বপ্ন দেখি নতুন করে,
বাঁচার জন্য আশা বাধে প্রানে,
আমি আছি আনন্দে।
___
Peut être une image de Priyanka Neogi

ليست هناك تعليقات:

إرسال تعليق