الأربعاء، 11 أغسطس 2021

দৈনিক প্রতিযোগিতা, কবিতা:তোমাকে ভালোবেসে, কবি:প্রিয়াংকা নিয়োগী,

 দৈনিক প্রতিযোগিতা,

কবিতা:তোমাকে ভালোবেসে,
কবি:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:11.08.2021
__________________
তোমাকে ভালোবেসে,
বেঁধেছি নিজেকে ভালোবাসার ভূবনে।
ডুব দিয়েছি ভালোবাসার সাগরে,
আত্মসন্তুষ্টি আজ আমায় ঘিরে,
স্বপ্নচুড়ায় অামি দাড়িয়ে,
কল্পনা জগতের হাসি খুসিতে,
বাস্তবায়নের প্রয়াসে।
তোমাকে ভালোবেসে,
উৎসাহিত ও অনুপ্রেরিত হই নিজ জীবনে,
আশা-আকাঙ্খা,উদ্দীপনার সাগরে,
সফলতা আমায় ডাকে,
পৌছাতে হবে শীর্ষ সাফল্যে।
নিজেকে গোছাই পরিপাটি করে,
নিজেকে ও অপরকে ভালোরাখার ইচ্ছে
ধাক্কা দেয় প্রতিক্ষণে।
হাসি ও খুসির জোয়ার আমার জীবনে।
সবই পেয়েছি তোমাকে ভালোবেসে।
____________

Peut être un gros plan de Priyanka Neogi

ليست هناك تعليقات:

إرسال تعليق