দৈনিক প্রতিযোগিতা,
কবিতা:স্বাধীনতা,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:15.08.2021
পোষ্টের তারিখ:20.08.2021
__________________
রক্ত ঝড়িয়ে ব্রিটিশদের থেকে,
দেশকে করেছিলো স্বাধীন।
তবে স্বাধীন দেশেও মানুষ যেন কোথাও পরাধীন ,
মতা প্রকাশেও চলে ব্যক্তি আক্রমণ।
কে কাকে কতটুকু স্বাধীনতা দেবে,
ব্যক্তি বিশেষের উপর তা নির্ভর করে,
কিছু ক্ষেত্রে বাকস্বাধীনতাও হার মানে।
ঘরে বাইরে চলে নিজের জন্য নিত্য লড়াই।
কিছু প্রত্যক্ষ,কিছু অপ্রত্যক্ষ লড়াই,
তবুও স্বাধীনতা চাই।
______
ليست هناك تعليقات:
إرسال تعليق