কবিতা:ভালো ব্যবহার,
কবি:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:16.08.2021
পোস্টের তারিখ:17.08.2021
______________________
তোমায় রাখবে সবাই মনে,
যদি ভালো ব্যাবহার করো তার সনে।
জোর করে যা না পাওয়া যায়,
ভালো ব্যাবহার করে তার থেকে অনেক,
বেশি কিছু পাওয়া যায়।
মানুষের মন জয় করতে,
সম্পর্ক সুন্দর ও মধুর রাখতে
সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে।
ব্যাবহার মানুষের পরিচয় বহন করে,
খারাপ ও ভালো ব্যবহারের উপর মানুষের
ব্যাক্তিত্ব বহন করে।
আচার-আচরণ,ব্যাবহার ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরে।
সচেতন থাকতে হবে ভালো ব্যাবহারের দরুন কেউ ছুড়ি না মারতে পারে।
কেউ ভদ্রতা-সভ্যতা ও ভালোবাসার জন্য,
আর কেউ ক্ষতির জন্য ভদ্র ব্যাবহার করে।
কি কারণে ভালো ব্যাবহার করছে,
নিজ বুদ্ধির দ্বারা তা বুঝে নিতে হবে।
_____
ليست هناك تعليقات:
إرسال تعليق