السبت، 27 أبريل 2024

কবিতা:সময় সব ফিরিয়ে দেয়, কলমে: প্রিয়াংকা নিয়োগী, ♥️ কোচবিহার,ভারত তারিখ

 কবিতা:সময় সব ফিরিয়ে দেয়,

কলমে: প্রিয়াংকা নিয়োগী, ♥️
কোচবিহার,ভারত
তারিখ:27.04.2024
_____________________
আকাশের পরগনা,
সমতলের পাহাড়খানা,
যাই হোক না কেন,
সবেতেই চলে সময়ের পরীক্ষা,
ধৈয্যের সাথে শান্তভাবে চললে,
একদিন সব ফিরে পাওয়া যায়,
সম্মানের সাথে।

ليست هناك تعليقات:

إرسال تعليق