দৈনিক প্রতিযোগিতা,
কবিতা:চিৎকার,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:08.01.2022
__________________
মনের প্রতিধ্বনি কখনও কষ্ট-হাহাকারের,
আবার কোনোটা চরম আনন্দের।
কষ্ট যখন গ্রাস করে মানব হৃদয়,
দাবানল হয়ে যায় অন্তর।
কুরে কুরে খায় সবকিছু,
শেষে জলাঞ্জলি হয় ভাবনাটুকু!
দুঃখের অন্তরজালে,
ডুকরে ডুকরে চলে হৃদয়ের ছন্দ।
চিৎকার যখন হয় আনন্দের,
তাতে সাড়া ফেলতে চায় সকলেই।
________

ليست هناك تعليقات:
إرسال تعليق