দৈনিক প্রতিযোগিতা,
কবিতা:ভালোবাসা হয় শক্তি,
কবি:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:25.08.2021
___________________
যা থাকলে-
নিজকে শক্তিশালী মনে হয়,
শক্তির আসনে অধিষ্ঠিত থাকা যায়,
দুর্গম মরু জয় করা যায়,
হাসির রাজ্য থাকে দাঁতে-মুখে,
নিজেকে সর্বসুখি অনুভব হয়,
প্রবল সক্রিয়তা ও পারদর্শিতার প্রভাব ঝলকায়,
ব্যক্তিত্বে।
নিজেকে মনে হয় আছি আমি ফুলের বাগানে,
ঐ নীল আকাশে,
তা একমাত্র সম্ভব ভালোবাসা পেলে।
সঠিক ও ভালোবাসার মানুষটি পাশে থাকলে,
সর্বজয়ী হওয়া যায়।
ভালোবাসায় শক্তি আছে বলেই,
ভালোবাসার মানুষগুলির নাম মনে এলেই,
মন খুশি হয় ও বল পায়,
মন-মানসিকতা চাঙ্গা হয়ে ওঠে।
ভালোবাসা আমাদের শক্তি জোগায়,
তাই ভালোবাসা হয় শক্তি।
______
ليست هناك تعليقات:
إرسال تعليق