দৈনিক প্রতিযোগিতা,
কবিতা:একদিন তোমার সাথে,
কবি:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:16.04.23
____________________
একদিন তোমার সাথে হারিয়ে যাবো,
পালিয়ে যাবো সমস্ত বাঁধা থেকে,
যেখানে আবহাওয়া হালকা নীল রঙ ধারণ করবে,
মেটাবে মনের আশা বাতাসের গুণ গুণ গুণান্বিত,
বক্ররেখাগুলি চলমান থাকবে,
নিমজ্জিত থাকব মধুরো লগনে।
জলান্জ্বলি যাবে সমস্ত কুপ্রথা,
সুমেরু পথে যাত্রা হোক আনন্দের
এই আশা নিয়ে তোমার সাথে ঘর গড়বো,
সারাজীবন তোমার হাত ধরে কাটাবো,
সারাজীবন তোমার বুকে মাথা রাখব।
ليست هناك تعليقات:
إرسال تعليق