কবিতা:জীবনের মানে,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত
তারিখ:25.02.2021
___________________
জীবনের মানে খোজাতে ব্যস্ত কতশত জীবন,
তারই মাঝে চলে উথান-পতন,
জীবনকে যে সহজভাবে নিবে,
তার কাছে মানে হবে সহজ।
আর যে জটিলতায় ভরিয়ে তুলবে,
তার কাছে হবে জটিল।
যাদের কাছে জীবন মানে কিছুইনা,
আজ আছে কাল থাকবেনা,
তাই যতখুশি তত আনন্দ করে যাা,
তাদের কাছে ততটুকুই জীবনের কাছে থাকে পাওনা।
জীবনকে যে গুরুত্বপূর্ণভাবে দেখে,
তার জীবনও তেমনভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
যে শ্রদ্ধা,সম্মান ও ভক্তির সাথে চলে,
তার প্রতিও অন্যের আচরণ শ্রদ্ধা,ভক্তি ও সম্মানের সাথে প্রদর্শিত হয়ে থাকে।
জীবনের অঙ্ক বড়ই জটিল,
ঠিকঠাক অঙ্ক করলে,
পূর্ণ নম্বর মিলবে অবশেষে।
আর জীবনের অঙ্ক এলোমেলো হলে,
জীবনই থাকবে এলোমেলো বেশে।
তাই সময় নাও,
ভেবে চিন্তে সঠিক জীবনের অঙ্ক করো তবুও।
চাওয়া-পাওয়ার নীরিখে,
হিসেবের ব্যাড়াজালে,
হচ্ছে সব কিছু।
যে যেভাবে তার জীবনকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে,
তার জীবনের মানে তেমনটাই দাড়াবে।
__
ليست هناك تعليقات:
إرسال تعليق